Sylhet Today 24 PRINT

প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক |  ১০ মে, ২০১৮

আরও একটি জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার রাতে রোহিত শর্মার দল ১০২ রানের বিশাল জয় পেয়ে প্লে-অফ খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল। মুম্বাইয়ের করা ২১০ রান তাড়া করতে গিয়ে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

প্লে-অফে খেলতে হলে বাকি সব ক’টি ম্যাচই জিততে হবে- এমন সমীকরণ সামনে রেখেই বুধবার ইডেন গার্ডেনে খেলতে নামে মুম্বাই। টানা ৩টি ম্যাচ জিতে প্লে-অফে খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে তুলেছে তারা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে চার নম্বরে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। পেছনে ফেলে দিল কেকেআরকেই।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২১ বল খেলে ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন কিশান।

এছাড়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দু’জনই খেলেন ৩৬ রানের দুটি ইনিংস।

জবাব দিতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ক্রিস লিন আর নিতিশ রানা- দু’জনই খেলেন সর্বোচ্চ ২১ রান করে দুটি ইনিংস। ১৮ রান করেন টম কুরান। রবিন উথাপ্পা আউট হন ১৪ রান করে এবং ১১ রান করেন পীযুষ চাওলা।

মুম্বাইয়ের হয়ে ২ উইকেট করে নেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে এবং বেন কাটিং। এ ম্যাচেও মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.