Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে বিতর্কিত আর্জেন্টাইন সমর্থকদের ওপর বিধি-নিষেধ আরোপ

ক্রীড়া প্রতিবেদক |  ১০ মে, ২০১৮

বিতর্কিত কোন আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের।

এ ব্যাপারে আর্জেন্টিনা ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে একটি চুক্তিও ইতিমধ্যে হয়েছে। যেখানে স্পষ্টভাবে বলা আছে রাশিয়া বিশ্বকাপে খেলা দেখতে আসা প্রায় চারশত বিতর্কিত সমর্থককে মাঠে প্রবেশ করার অনুমতি তারা দিবে না। এতে আরো উল্লেখ করা রয়েছে বারাস ব্রাভাস গ্রুপের যে কোন সদস্যকে জুনে স্টেডিয়ামে প্রবেশে বাঁধা দেয়া হবে।

তবে এর আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে, রাশিয়া বিশ্বকাপে খেলা দেখতে প্রায় আসা তিন হাজার আর্জেন্টাইন সমর্থকের উপর বিধি-নিষেধ আসতে পারে বলে।

আর্জেন্টাইন ফুটবল ম্যাচের নিরাপত্তা পরিচালক গুইলারমো মাডেরো জানিয়েছেন অন্তত চারশত আর্জেন্টাইনের নামের একটি তালিকা রাশিয়ার কাছে দেয়া হয়েছে যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেনা। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

আর্জেন্টাইন সরকারও বারাস ব্রাভাসদের রুখতে রাশিয়ায় ছয়জন নিরাপত্তা কর্মকর্তাকে প্রেরণ করেছে। স্থানীয় ম্যাচগুলোতে এই গ্রুপের সদস্যরা প্রায়ই সমস্যার সৃষ্টি করে। তারা রাশিয়া গেলেও কোন ভেন্যুতেই প্রবেশ করতে পারবেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.