Sylhet Today 24 PRINT

গিনেস বুকে এডারসন

স্পোর্টস ডেস্ক |  ১২ মে, ২০১৮

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছেন এডারসন সানতানা ডি মরায়েস। অল্পের জন্য অভিষেকেই সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লোভ) হাতে নিতে পারেননি এ ব্রাজিলিয়ান গোলরক্ষক।

এক মৌসুমে সবচেয়ে বেশি জয়, সর্বোচ্চ পয়েন্ট ও সর্বাধিক গোলের রেকর্ড গড়েছে ম্যানসিটি। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রেকর্ড ৩৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেয়া এডারসন এবার গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন। পেপ গার্দিওলার দলের হয়ে ১৬ ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেননি সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ দামি এ গোলরক্ষক।

বৃহস্পতিবার সামজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে গিনেস বিশ্ব রেকর্ডের সনদপত্রসহ ছবি পোস্ট করেছেন।

লিগ কাপ ও প্রিমিয়ার লিগ জয়ী সিটিজেনদের জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক এডারসনও। ফুটবলের সবচেয়ে লম্বা ড্রপ-কিকের রেকর্ড গড়েছেন তিনি। ৭৫.৩৫ মিটার লম্বা শট নিয়েছিলেন এই তরুণ তুর্কি।

গিনেস রেকর্ড নিশ্চিতভাবে রাশিয়া বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসী করবে এডারসনকে। আর আই কীর্তি ব্রাজিলের জাতীয় দলের কোচ তিতেরও বিশেষভাবে নজর কাড়বে।

একাদশে নেইমার-কৌতিনহোদের পাশে দেখা যেতে পারার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.