Sylhet Today 24 PRINT

ড্রয়ে শেষ এমেরির পিএসজি অধ্যায়

স্পোর্টস ডেস্ক |  ২০ মে, ২০১৮

‘ট্রেবল’ জেতানো কোচ উনাই এমেরির পিএসজির অধ্যায়ের শেষ হলো ড্রয়ের মাধ্যমে। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে কঁয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে শিরোপাজয়ীদের রুখে দিয়ে লিগ ওয়ানে অবনমন এড়িয়েছে কঁ।

লিগের শেষ চার ম্যাচেই জয়শূন্য রইলো পিএসজি। গ্যাগোঁ ও আমিয়াঁর সঙ্গে ড্র করার পর গত সপ্তাহে রেনের কাছে ২-০ গোলে হেরেছিল এমেরির শিষ্যরা।

রেনের কাছে হেরে যাওয়া ম্যাচের দলে চারটি পরিবর্তন এনে একাদশ সাজান এমেরি। এদিনসন কাভানি, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপে, চিয়াগো সিলভাসহ নিয়মিত একাদশের অধিকাংশই একাদশে ছিলেন না।

গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়া মাঠে নামা পিএসজি পুরো ম্যাচেই বল দখলে এগিয়ে ছিল। প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু ফিনিশিং দুর্বলতায় সাফল্য আসেনি। আক্রমণে পিছিয়ে ছিল না অবনমনের শঙ্কায় মাঠে নামা কঁও। কিন্তু জালের দেখা পায়নি তারাও।

৭১তম মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগটি পায় পিএসজি। কিন্তু ফরাসি মিডফিল্ডার লাসানা দিয়ারার হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজি ৩৮ ম্যাচে ২৯ জয় ও ৬ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল। ৮০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে মোনাকো। তৃতীয় হওয়া লিওঁর পয়েন্ট ৭৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.