Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক |  ২২ মে, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন হ্যারি কেন। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। থ্রি লায়ন্স বস গ্যারেথ সাউথগেট ২৪ বছর বয়সী টটেনহাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেনকে বুঝিয়ে দিয়েছেন গুরুদায়িত্ব।

হ্যারি কেনকে অধিনায়ক হিসেবে বেছে নেয়ার প্রসঙ্গে সাউথগেট বলেন, ‘তার দুর্দান্ত কিছু ব্যক্তিগুণ রয়েছে। সে অতীব পেশাদার এবং একজন অধিনায়কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তারা প্রতিদিনই নতুন নতুন মানদণ্ড তৈরি করে। তার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং মানও উঁচু। দলের জন্য এটা দারুণ একটা বার্তা যে, তাদের এমন একজন অধিনায়ক হয়েছে যে কিনা ধারাবাহিকভাবে ভালো করে বিশ্বের অন্যতম সেরা হওয়ার পথে রয়েছে।’

ইংল্যান্ডের ২৩ সদস্যের দল
গোলরক্ষক : জ্যাক বাটল্যান্ড, জর্ডান পিকফোর্ড, নিক পোপ

ডিফেন্ডার : কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ড্যানি রোজ, অ্যাশলে ইয়াং, ফিল জোনস, গ্যারি কাহিল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড

মিডফিল্ডার : এরিক ডায়ার, ডেলে আলি, হেসে লিনগার্ড, জর্দান হেন্ডারসন, রুবেন লফাস-চেক, ফাবিয়ান ডেলফ

ফরোয়ার্ড : জ্যামি ভার্ডি, মার্কস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন, ড্যানি ওয়েলবেক।

স্টান্ডবাই : টম হিটন, জেমস তারকৌস্কি, লুইস কুক, জ্যাক লিভমোর, অ্যাডাম লালানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.