Sylhet Today 24 PRINT

এক নম্বর গোলরক্ষককে পাচ্ছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৩ মে, ২০১৮

হাঁটুর ইনজুরির কারণে গোলরক্ষক সার্জিও রোমেরো বিশ্বকাপে খেলতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনা। রোমেরোর পরিবর্তে এমএক্স লিগের নাহুয়েল গুজমানকে দলে নেয়া হয়েছে।

এছাড়াও মেসিদের গোলকিপার হিসেবে চেলসির উইলি কাবালেরো আর রিভার প্লেটের ফ্রাঙ্কো আর্মানি আছেন স্কোয়াডে।

ব্রাজিল বিশ্বকাপে রোমেরোর অসাধারণ গোলকিপিংয়ের কারণেই মূলত আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

আর্জেন্টিনা দলের এক নম্বর এ গোলরক্ষক ইংলিশ লিগে খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ক্লাবের হয়ে সাইডলাইনে বসে থাকলেও আর্জেন্টিনার মূল গোলরক্ষক কিন্তু তিনিই। উইলি কাবালেরো, ফ্রাঙ্কো আর্মানি থাকলেও পোস্টের নিচে রোমেরোর ওপরই আস্থা বেশি আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির। থাকারও কথা।

বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার পোস্টের নিচে দাঁড়িয়েছেন তিনি। গত বিশ্বকাপে মাত্র ৪টি গোল হজম করেছিলেন তিনি। গ্রুপ পর্বে তিনটি এবং ফাইনালে একটি। অথচ কী দুর্ভাগ্য, হাঁটুর ইনজুরি তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিচ্ছে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকেই নিশ্চিত করা হয়েছে রোমেরোর ইনজুরির বিষয়টা। এক টুইট বার্তায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘সার্জিও রোমেরো ডান হাঁটুর সংযোগস্থলে আঘাত পেয়েছেন। যে কারণে, বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনি।’

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.