Sylhet Today 24 PRINT

ফাইনালের দিন সালাহ রোজা রাখবেন না

স্পোর্টস ডেস্ক |  ২৬ মে, ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের  ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ রোজা রেখে খেলবেন কীনা এনিয়ে মাতামাতির সময়ে দলটির ফিজিও জানাচ্ছেন সালাহ রোজা রাখবেন না।

শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ফাইনালে মোহাম্মদ সালাহকে নিয়ে বাড়তি কৌতূহল ছিল। মৌসুমে ৪৩ গোল করেছেন লিভারপুলের মূল গোল ভরসা। তাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সালাহর দিকেই নজর ছিল সবার। সালাহ কি রোজা রেখেই ফাইনাল খেলবেন?

ফুটবলারদের রোজা রাখার প্রসঙ্গটি ২০১৪ বিশ্বকাপের সময় খুব আলোচিত হয়েছিল। ব্রাজিলের গরমে লম্বা দিনের কারণে বিশেষ পানি পানের বিরতি চালু করতে হয়েছিল। ওই সময় রোজাও শুরু হয়ে গিয়েছিল। এবারও প্রসঙ্গটি আলোচিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বলে। মিসরের সংবাদমাধ্যম জানিয়েছিল, রোজা রেখেই ফাইনাল খেলতে নামবেন সালাহ।

এ ম্যাচ খেলার জন্য অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদকে। সফরের নিয়মানুযায়ী এ সময়ে একজন মুসলমানের রোজা রাখা বাধ্যতামূলক নয়। পরবর্তী রমজানের আগে এ রোজার কাজা করে নিলেই হয়। লিভারপুলে সালাহর সঙ্গে সাদিও মানেও নিয়মিত রোজা রাখেন। রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাও নামাজ-রোজা পালন করেন। হজ ও উমরাহ পালন করতেও দেখা গেছে তাঁকে। তবে মিসরীয় সংবাদমাধ্যমে সালাহ রোজা রাখবেন বলাতেই আলোচনাটা এত দূর গড়িয়েছিল।

লিভারপুলের ফিজিও রুবেন পন্স জানিয়েছেন, এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ‘আমরা মারবেয়ায় ছিলাম, পুষ্টিবিদ একটি পরিকল্পনাও দিয়েছিলেন। শুক্রবার (আজ) ও ম্যাচের দিন সে রোজা রাখবে না, তাই কোনো প্রভাবও পড়বে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.