Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগে আবারও চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ মে, ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ইউক্রেনের কিয়েভে ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে ৩-১ গোলে হারায় জিনদিনে জিদানের দল।

এনিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে ইউরোপ সেরার এ প্রতিযোগিতায় ১৩বারের মত চ্যাম্পিয়ন হয় তারা।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে লিভারপুলের গোলরক্ষক ক্যারিয়াসের ভয়ংকর ভুলে প্রথম গোল পায় রিয়াল। ক্রুসের ক্রস ধরতে না পেরে হাল ছেড়ে দেন বেনজেমা। সে বল ধরে ক্যারিয়াস একটু বেশিই অলস ভঙ্গিতে বল দিতে গেলেন ডিফেন্ডারের দিকে। তাকে বল ছাড়তে দেখে বেনজেমা পা বাড়িয়ে দিলেন। বল জড়ায় জালে, এগিয়ে যায় রিয়াল।

প্রথম গোল শোধে সময় নেয়নি লিভারপুল। ৫৫তম মিনিটে সেনেগালের সাদিও মানে লিভারপুলকে সমতায় ফেরান। কর্নার থেকে আসা বলে হেড করেন লভরেন। সেটা এসে পড়ে সাদিও মানের সামনে। হেড থেকে দলকে ম্যাচে ফেরালেন মানে।

এরপর ৬৪তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর বাড়ানো বল হাওয়ায় নিজেকে ভাসিয়ে বাইসাইকেল কিকে রিয়ালকে এগিয়ে দেন কিছুক্ষণ আগে মাঠে নাম গ্যারেথ বেল। বেলের এই গোল জুভেন্টাসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের স্মৃতিকেই স্মরণ করিয়ে দেয়। বেলের গোলের পর টেলিভিশন স্ক্রিনে ভেসে ওঠে জিদানের অনূভূতি; রোনালদোর সেই গোলের মতোই। মাথায় হাত বুলালেন, তারপর হাত ঝাড়লেন কিছুক্ষণ। অবিশ্বাস্য!

ম্যাচের ৮৩তম মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন গ্যারেথ বেল। ৩০ মিটার দূর থেকে গ্যারেথ বেলের দূরপাল্লার কিক লিভারপুলের গোলরক্ষক লরুস ক্যারিয়াসের হাত গলে আশ্রয় নেয় জালে।

৮৫ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন বেল। এবার লভরেনের দারুণ এক ট্যাকল বাঁচাল লিভারপুলকে।

৯৩ মিনিটে মাঠে ছুটে আসা এক দর্শকের জন্য গোলের সুযোগ হাতছাড়া হয় রোনালদোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.