Sylhet Today 24 PRINT

আমেরিকায় ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুন, ২০১৮

২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এছাড়াও যৌথ আয়োজক দেশ হিসেবে মেক্সিকো ও কানাডায় ওই বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।

বুধবার রাশিয়ার মক্সোয় অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে ভোটাভুটি শেষে এ ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

১৩৪টি দেশ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন নিয়ে মতামত দেয়। ৬৫টি দেশ এর বিরোধিতা করে। একটি দেশ নিরব থেকেছে।

মস্কোয় অনুষ্ঠিত কংগ্রেসে বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে মরক্কোও আগ্রহ প্রকাশ করেছিল। পরে ওই দেশটিকে পেছনে ফেলে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে জিতে যায় উত্তর আমেরিকার তিন দেশ। এ নিয়ে চতুর্থবারের মতো আমেরিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও কানাডা এই প্রথম আয়োজন করবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ গড়িয়েছিল মেক্সিকোর মাঠে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপের প্রতিযোগিতা। কানাডা তাই চমক হয়েই আসছে ২০২৬ বিশ্বকাপে।

২০১৫ মহিলা বিশ্বকাপ অবশ্য গড়িয়েছিল কানাডায়। তবে উত্তর আমেরিকার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা ফিফা দিচ্ছে দল বাড়িয়ে। ৩২ দল থেকে বেড়ে উত্তর আমেরিকার মাঠে বিশ্ব জয়ের লড়াইয়ে নামবে ৪৮ দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.