Sylhet Today 24 PRINT

স্পেনের কোচ হলেন ফের্নান্দো ইয়েররো

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুন, ২০১৮

বিশ্বকাপের একদিন আগে কোচ জুলে লোপেতেগুইকে বহিস্কার করার পর ফের্নান্দো ইয়েররোকে দায়িত্ব দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার ৫১ বছর বয়সী লোপেতেগুইর সঙ্গে তিন বছরের চুক্তির খবর দেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানায় স্পেনের ফুটবল ফেডারেশন। কারণ হিসেবে ফেডারেশনকে কিছু না জানিয়েই তার রিয়ালের সঙ্গে যোগাযোগ করার কথা জানায় সংস্থাটি।

কিছুক্ষণ পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ইয়েররোকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয় ফেডারেশন।

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহাকারী কোচের দায়িত্ব পালন করা ইয়েররো গত ২৭ নভেম্বর থেকে স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে ছিলেন।

আগামী শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.