Sylhet Today 24 PRINT

বিব্রতিকর রেকর্ডে শুরু আফগানিস্তানের টেস্ট যাত্রা

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০১৮

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এক শক্তিশালী দল হিসেবে আফগানিস্তান অবতীর্ণ হলেও, ৫ দিনের ম্যাচে এখনও যে তারা শিশু, সেটা ১০০ ভাগ প্রমাণ করলো নিজেদের অভিষেক টেস্টে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে এমন ব্যাটিং করলেন আফগানরা, যেন দেখে মনে হচ্ছে ক্রিকেটটা সবে শিখছেন মাত্র। দুই দিনের আগেই টেস্ট শেষ! বেঙ্গলুরুতে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে আফগানরা হেরে গেছে ইনিংস ও ২৬২ রানে।

শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের করা ৪৭৪ রানের জবাবে মাত্র  ১০৯ রানে গুটিয়ে ফলো অনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে হয়েছে একই দশা। অলআউট হয়েছে ১০৩ রানে। দুই ইনিংস মিলিয়ে আফগানরা ব্যাট করতে পেরেছে মাত্র ৬৫ ওভার ৪ বল। দু'দলের তিন ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ১৭০.৪  ওভার। ভারতের মাটিতে হওয়া এটিই সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট।

নিজেদের অভিষেকে ইনিংস ব্যবধানে হারের উদাহরণ আরও আছে। তবে এত বড় ব্যবধানে এর আগে হারেনি কেউ। এত কম সময়ে নিজেদের অভিষেক টেস্ট শেষ করেনি আর কোন দল। আফগানরা সব বিব্রতিকর রেকর্ড নিজেদের করে নিল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৪৭৪ (আগের দিন ৩৪৭/৬) (পান্ডিয়া ৭১, অশ্বিন ১৮, জাদেজা ২০, ইশান্ত ৮, উমেশ ২৬*; আহমাদজাই ৩/৫১, ওয়াফাদার ২/১০০, নবি ১/৬৫, রশিদ ২/১৫৪, মুজিব ১/৭৫, স্টানিকজাই ০/১৬)।

আফগানিস্তান ১ম ইনিংস: ২৭.৫ ওভারে ১০৯ (শাহজাদ ১৪, আহমাদি ১, রহমত ১৪, জাজাই ৬, হাশমতউল্লাহ ১১, স্টানিকজাই ১১, নবি ২৪, রশিদ ৭, আহমাদজাই ০, মুজিব ১৫, ওয়াফাদার ৬*; উমেশ ১/১৮, ইশান্ত ২/২৮, পান্ডিয়া ০/১৮, অশ্বিন ৪/২৭, জাদেজা ২/১৮)।

আফগানিস্তান ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১০৩ (ফলো অনের পর) (শাহজাদ ১৩, আহমাদি ৩, রহমত ৪, নবি ০, হাশমতউল্লাহ ৩৬*, স্টানিকজাই ২৫, জাজাই ১, রশিদ ১২, আহমাদজাই ১, মুজিব ৩, ওয়াফাদার ০; ইশান্ত ২/১৭, উমেশ ৩/২৬, পান্ডিয়া ০/৬, অশ্বিন ১/৩২, জাদেজা ৪/১৭)।

ফল: ভারত ইনিংস ও ২৬২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শিখর ধাওয়ান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.