Sylhet Today 24 PRINT

নেইমারের কান্নার সাক্ষী বাংলাদেশের পতাকা!

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০১৮

বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল খেলছে না। ভবিষ্যতে খেলবে কি না তাও অনিশ্চিত। তবে রাশিয়া বিশ্বকাপের গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশের পতাকা। এর মধ্য দিয়ে প্রকাশ পায় ফুটবলপ্রেমীদের ফুটবলের প্রতি ভালোবাসা।

পর্তুগাল-মরক্কো ম্যাচে চোখে পড়েছে দৃশ্যটা। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উল্লাসের সময় বাংলাদেশের সমর্থকদের জন্য ছিল চোখজুড়ানো মুহূর্ত।

রোনালদো উল্লাস করছেন, ঠিক তাঁর পেছনেই গ্যালারিতে বাংলাদেশের পতাকা। এ যেন এক অভূতপূর্ব মুহূর্ত।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের দল না থেকেও কিন্তু বাংলাদেশ নানাভাবেই আছে। তবে বিশ্বকাপে বাংলাদেশের পতাকা দেখার দৃশ্য শুধুমাত্র ওই ম্যাচেই নয়। এবার নেইমারের কান্নার সাক্ষীও হয়ে রইল লাল-সবুজ পতাকা।

কোস্টারিকা-ব্রাজিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলের পর হাঁটু মুড়ে বসে কাঁদছিলেন নেইমার।

আলোকচিত্রীদের জন্য সেটা ছিল ভীষণ কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্যামেরার ফ্রেমে তা ধারণ করেছেন নানা দেশের আলোকচিত্রীরা।

সংবাদ সংস্থা এএফপির আলোকচিত্রে নেইমারের সেই কান্নার দৃশ্য ছাড়াও আরেকটি ব্যাপার ধরা পড়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডান পাশে গ্যালারিতে শোভাবর্ধন করছিল বাংলাদেশের পতাকা।

নেইমার হয়তো জানেনই না লাল-সবুজের এই দেশে অগণিত মানুষ তাঁকে ভীষণ ভালোবাসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.