Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৫

কলম্বো টেস্টে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরল শ্রীলঙ্কা। এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয় পায় মিসবাহ-হাফিজরা।

সোমবার (২৯ জুন) পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ছিল মাত্র ১৫৩ রান। প্রথম টেস্টে ১০ উইকেটে হারের বদলা নেওয়ার সুযোগ ছিল লঙ্কানদের সামনে।

কিন্তু, দলীয় ৪৯ রানে পরপর দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্যটা ভেস্তে যায়। ওপেনার কিথুরুয়ান ভিতানাগে ৩৪ ও কুমার সাঙ্গাকারা প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ১২১ রানের মাথায় ইয়াসির শাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন আরেক ওপেনার দিমুথ করুণারাত্নে (৫০)।

অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪৩ ও লাহিরু থিরিমান্নে ২০ রানে অপরাজিত থেকে সাত উইকেটের জয় নিশ্চিত করেন।

সফরকারী পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ দু’টি উইকেট লাভ করেন। ভিতানাগের উইকেটটি নেন জুলফিকার বাবর।

উল্লেখ্য, পাল্লেকেলেতে ০৩ জুলাই দু’দল সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে। ১১ জুল‍াই থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। 

স্কোর: পাকিস্তান – ১৩৮ ও ৩২৯
শ্রীলঙ্কা – ৩১৫ ও ১৫৩/৩

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.