Sylhet Today 24 PRINT

ফিফার কাছে ‘ফেয়ার প্লে’ নিয়ে অভিযোগ করেছে সেনেগাল

স্পোর্টস ডেস্ক |  ০২ জুলাই, ২০১৮

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় সেনেগাল। এর ফলে এইচ-গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা প্রথম রাউন্ড শেষ করে। কারন জাপানের সঙ্গে পয়েন্ট সমান গোল ব্যবধানও সমান হওয়ায় বেশি হলুদ কার্ড দেখার কারনে জাপান পরের রাউন্ডে উঠে যায় আর বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেনেগাল। এবারই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে 'ফেয়ার প্লে' নিয়ম চালু হয়েছে।

ফেয়ার প্লে আইনের কারণে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেনেগাল। আর এই আইনের বিপরীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে অভিযোগ করেছে সেনাগালের ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল সেনেগাল। এর ফলে এইচ-গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা প্রথম রাউন্ড শেষ করে। সমান চার পয়েন্টসহ গোল ব্যবধানও সমান হওয়ায় হলুদ কার্ডের কারণে এগিয়ে থেকে জাপান পরের রাউন্ডে উঠতে সমর্থ হয়। গ্রুপ পর্ব শেষে সেনেগালের ৬টি হলুদ কার্ডের বিপরীতে জাপানের কার্ড ছিল চারটি।

এই প্রথমবারের মত বিশ্বকাপের গ্রুপ পর্বে ফেয়ার প্লে আইন প্রবর্তন করা হলো। পোল্যান্ডের কাছে শেষ ম্যাচেও জাপান ১-০ গোলে পরাজিত হওয়ায় দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান সমান ছিল।

এফএসএফ’র মুখপাত্র কারা থিওনে বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘ভবিষ্যতে ফিফার এই আইন নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। ফিফা নতুন আইন প্রবর্তন করেছে ঠিকই, কিন্তু এই ধরনের আইন কি আসলেই সমস্যার সমাধান করতে পারবে। পোল্যান্ডের সাথে জাপানের ম্যাচে একাধিক শাস্তি থেকে বেঁচে গেছে জাপান। কিন্তু আসলেই কি সব সিদ্ধান্ত সঠিক ছিল।’

এফএসএফ সূত্র নিশ্চিত করেছে তারা ফিফার কাছে দুটি চিঠি দিয়েছে। এর মধ্যে একটি ফেয়ার প্লে আইনের বিপক্ষে, আরেকটি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ পরিচালনাকারী রেফারির মান নিয়ে সন্দেহ প্রকাশ করে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলম্বিয়া যখন সেনেগালের সাথে ১-০ গোলে জয়ী হয় তখন জাপান সেই ম্যাচের ফলাফল দেখে মাঠে নিজেদের সেভাবে উপস্থাপন করেনি, তাদের মধ্যে খেলার কোন আগ্রহ ছিলনা। এটা ফুটবলের নীতির বিপক্ষে।

ফেডারেশন আরো অবাক হয়েছে এই বিষয়টিতে যে জাপানীজ কোচ পুরো বিষয়টি স্বীকার করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন যে ১-০ গোলে পরাজয়ে ফলাফল ধরে রাখার জন্য তিনি দলকে উজ্জীবিত করেছিলেন। সেনেগাল ফুটবল ফেডারেশন পুরো বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.