Sylhet Today 24 PRINT

থামছেন না রামোস, খেলবেন কাতার বিশ্বকাপেও!

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপের নক-আউট পর্ব থেকে প্রথম ম্যাচেই বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস। আর সেই হতাশা থেকেই রামোস বলেছেন, ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তিনি জাতীয় দলে থাকতে চান। তখন বয়স ৩৬ বছর হলেও তিনি খেলতে নামবেন।

২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। রাশিয়া ম্যাচের পরই অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বকাপের পর জাতীয় দল ছাড়ার কথা আগেই জানিয়ে রেখেছেন ৩১ বছরের জেরার্ড পিকে। এছাড়া পরপর তিনটি বড় টুর্নামেন্টে (দুই বিশ্বকাপ ও একটি ইউরো) ব্যর্থতার পর পথের শেষে দাঁড়িয়ে আছেন বিশ্বকাপজয়ী অন্য সতীর্থ ডেভিড সিলভা (৩২), পেপে রেইনা (৩৫)।

তারপরও স্পেনের হয়ে ১৫৬ ম্যাচ খেলা ৩২ বছরের রামোস বলছেন সামনের বিশ্বকাপে খেলার কথা, ‘আমি অনেক পরিবর্তনের পক্ষে নই। একটা চক্রেরও শেষ বলব না। পিকে ও ইনিয়েস্তা দুজনেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তৃণমূল থেকে শক্তিশালী বিকল্পই উঠে আসছে। এই দলের একটি খুব ভালো যুব প্রকল্প আছে এবং অনেক ভালো খেলোয়াড়রা আসছেন। আমি আরও অনেক দূর যেতে চাই। একটা ভয়ানক বিশ্বকাপ শেষ করলাম। আমি সাদা দাড়ি নিয়েও কাতারে যেতে বদ্ধপরিকর।’

ফার্নান্দো হিয়েরো কোচ হিসেবে থাকবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে বিশ্বকাপ ব্যর্থতার জন্য কোচকে কোনো রকম দায়ী না করে বরং তার পাশে দাঁড়িয়েছেন রামোস, ‘কোচের জন্য আমরা গর্বিত। তাকে যে মুহূর্তে দায়িত্ব দেয়া হয়েছে সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। ফলাফল যাই হোক না কেনো, হিয়েরো দারুণ কাজ করেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.