Sylhet Today 24 PRINT

রোনালদোর দলবদল ‘চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ’: পেলে

স্পোর্টস ডেস্ক |  ১২ জুলাই, ২০১৮

রিয়াল মাদ্রিদে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে পাড়ি জমানোর সিদ্ধান্তটাকে সঠিক বলে মনে করছেন ফুটবল কিংবদন্তি পেলে।

তার মতে, চ্যাম্পিয়নরা কখনো নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহ হারায় না।

মঙ্গলবার ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব ইজুভেন্টাসে যোগ দেন রোনালদো। তুরিনের ক্লাবটিতে ২০২২ সালের জুন পর্যন্ত খেলবেন এই ফরোয়ার্ড।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়া রোনালদো ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জিতেছেন অসংখ্য শিরোপা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেন রেকর্ড ৪৫০ গোল। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার জানান, ৩৩ বছর বয়সে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।

ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে দীর্ঘ ১৮ বছর খেলার পর নিউ ইয়র্ক কসমসের হয়ে ক্যারিয়ারে ইতি টেনেছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। রোনালদোর দল-বদলের সিদ্ধান্তটাকে খুব ভালো করেই বুঝতে পারছেন বলে জানান সাবেক এই ফরোয়ার্ড।

রোনালদোর উদ্দেশে পেলে টুইটারে লেখেন- "অভিনন্দন, ক্রিশ্চিয়ানো।"

"সান্তোসে অনেক বছর কাটানোর পর অন্য একটা দলে যোগ দেওয়া কঠিন ছিল। তবে ওটা যথার্থ এক দল-বদল ছিল।"

"চ্যাম্পিয়নরা কখনো নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহ হারায় না।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.