Sylhet Today 24 PRINT

টি-২০ দল ঘোষণা, ফিরলেন সোহাগ গাজী

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন সোহাগ গাজী। এ সিরিজের মধ্যদিয়ে দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। তবে ইনজুরির কারণে দলে জায়গা পাননি  পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান ও ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকা  সিরিজেও ১৪ সদস্যের দলে রয়েছেন রনি তালুকার।
 
বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
আগামি ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি।
 
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.