Sylhet Today 24 PRINT

তৃতীয় স্থান নির্ধারণী খেলা ‘নির্বুদ্ধিতার পরিচয়’

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর মন-মানসিকতা প্রায় বিপর্যস্ত দুই দলকে নিয়েই টুর্নামেন্টের ‘তৃতীয় স্থান’ নির্ধারণী খেলার আয়োজন ‘একেবারেই নির্বুদ্ধিতার পরিচয়’ (আটার স্টুপিডিটি) বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার হওয়ার পরও শেষ চার থেকে ছিটকে পড়ায় উত্তরসূরিদের মনের অবস্থা বিবেচনা করে টুইটারে তিনি এ মন্তব্য করেন।

ইংলিশদের হয়ে ৬৩টি ম্যাচে ৩০টি গোল করা শিয়ারার দাবি, ‘তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণের খেলা একেবারেই নির্বুদ্ধিতার পরিচায়ক। কোনো খেলোয়াড়ের অনিচ্ছার চাওয়া হতে পারে এটি।’

প্রসঙ্গত, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণীতে আজ রাত ৮টায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে নামছে ইংল্যান্ড। পরদিন রাত ৯টায় ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.