Sylhet Today 24 PRINT

রাশিয়া বিশ্বকাপকে সর্বকালের সেরা বললেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপকে সর্বকালের সেরা বিশ্বকাপ হিসেবে চিত্রিত করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দারুণ একটি বিশ্বকাপ উপহার দেয়ার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের আর মাত্র দুটি ম্যাচ বাকি। আজ রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামীকাল ফাইনাল। শুক্রবার মস্কোতে ইনফান্তিনো বলেন, ‘আমি আগেই বলেছিলাম এটাই সেরা বিশ্বকাপ হবে। আজ (শুক্রবার) আমি আরও দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটাই সেরা বিশ্বকাপ।’

ফিফা সভাপতি আরও বলেন, বিশ্বকাপের সময় যে এক মিলিয়ন সমর্থক রাশিয়া এসেছিল তারা ইতিবাচক অভিজ্ঞতা নিয়েই ফিরছে।

টুর্নামেন্ট শুরুর আগে পশ্চিমা বিশ্বের রাশিয়া-বিরোধী প্রচারণা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হওয়ায় ইনফান্তিনোর কণ্ঠে তৃপ্তির সুর, ‘আগের অনেক ধারণাই ভুল প্রমাণিত হয়েছে। এই বিশ্বকাপকে ধন্যবাদ। সবাই একটি সুন্দর দেশ আবিষ্কার করেছে। অতিথিপরায়ণ দেশ দেখেছে। যারা সারা বিশ্ব ঘুরে বেরায় তাদের অনেকেই বলছে, কী হয়নি এখানে (রাশিয়ায়)।’

এবারই প্রথম বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি চালু হয়েছে। অনেক সমালোচনার পরও ফিফা সভাপতি এই প্রযুক্তির পক্ষেই কথা বললেন, ‘ভিএআর ফুটবলের অন্য কোনো পরিবর্তন আনেনি। এটি ফুটবলকে আরও পরিষ্কার ও স্বচ্ছ করেছে। ভিএআর ছাড়া এখন বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। এটা ম্যাচকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে।’ এবার শেষ আটের ছয়টি দলই ছিল ইউরোপের। এরপর সেমিফাইনালে ওঠা সবদলই হয়ে যায় ইউরোপের। ছোট দেশ হয়েও ফাইনালে ওঠায় আলাদাভাবে ক্রোয়েশিয়ার প্রশংসাও করেছেন ফিফা সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.