Sylhet Today 24 PRINT

মেসির আরো দশ বছর খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি আর্জেন্টিনা সেরা তারকা লিওনেল মেসি। ৪টি বিশ্বকাপে খেললেও এখনো অধরা ট্রফি ছোঁয়া হয়নি মেসির। নিজের এমন হতাশাগ্রস্ত সময়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে পেলেন তিনি।

শুক্রবার (১৩ জুলাই) জিয়ান্নি ইনফান্তিকোকে মেসি বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘মেসি কিংবদন্তী খেলোয়াড় এবং সবসময়েই সে থাকবে। সে অসাধারণ সব গোল করে থাকে। মাঝে মাঝে এটা দেখা যায় না তার মধ্যে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আর্জেন্টিনা ফ্রান্সের সাথে ২-১ ব্যবধানে জিততো তাহলে হয়তো বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে সে তার স্কিল দেখানোর সুযোগ পেতো।’

তবে, মেসির খেলা চালিয়ে যাওয়ার  দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। এমনকি মেসি আরো দশ বছর খেলা চালিয়ে যাবে, এমনটাই স্বপ্ন দেখেন ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা হতে পারে কারণ আমরা চাই সে আরো দশ বছর খেলা চালিয়ে যাবে এবং স্বপ্ন দেখিয়ে যাবে এবং এটা সে করে যাবে।’

তবে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের কাছে সে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। শুধু তাই নয়, পুরো বিশ্বই দলটির দিকে তাকিয়েছিল। কিন্তু তারা দারুণ এক ম্যাচে হেরে গেছে ফ্রান্সে কাছে যে দলটি এখন ফাইনালে। আশা করবো পরবর্তী বিশ্বকাপে আমরা শক্তিশালী একটি আর্জেন্টিনা দল পাবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.