Sylhet Today 24 PRINT

দ্বিগুণ আত্মঘাতী গোলের রেকর্ড রাশিয়ায়

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৮

একের পর রেকর্ড গড়ে এমনিতেই শিরোনামে রাশিয়া বিশ্বকাপ। গ্রুপ পর্বে বেশি গোলের রেকর্ড, পেনাল্টির রেকর্ড, ফাইনালে আত্মঘাতী গোলের রেকর্ডসহ আরো অনেক কিছু। তবে রাশিয়া এমন একটি রেকর্ড গড়লো যেটা মোটেও চায়নি দেশটি।

এমন একটি রেকর্ডে কে নাম লেখাতে চায়! এমন বাজে রেকর্ড তো কেউ আর করতেও চায় না। কিন্তু প্রবল উত্তেজনা আর দারুণ চাপের মুখে তো আর সব কিছু ঠিক রাখা যায় না। রাখতে পারেননি এবারের রাশিয়া বিশ্বকাপের ১২জন ফুটবলার। যারা আত্মঘাতী গোল করে নিজের দলকে পিছিয়ে দিয়েছিলেন। সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।

ম্যাচের শুরুতেই কেউ আত্মঘাতী গোল খেয়ে বসলে সেই দলটির ভাগ্য কতটা হতাশাজনক হয়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবারেরমত বিশ্বকাপের ফাইনালে উঠে আসা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ মাথায় বল ছুঁইয়ে  নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হলো।

আত্মঘাতী গোলে রাশিয়া বিশ্বকাপ অনেক আগেই রেকর্ড গড়ে বসেছিল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপ উপহার দিয়েছে তার দ্বিগুণ। এবার হলো মোট ১২টি।

এবার দেখে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপে হয়েছে যে ১২টি আত্মঘাতী গোল:

ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)
আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)
আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)
এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)
আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)
ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)
ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)
সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)
ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)
ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)
মারিও মানজুকিচ - ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.