Sylhet Today 24 PRINT

দলবদলের গুঞ্জনকে ‘মিডিয়ার সৃষ্টি’ বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক |  ২০ জুলাই, ২০১৮

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের মৌসুম শুরুর হওয়ার সাথে সাথে আরও একবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে মিডিয়া। এমন অবস্থায় মুখ খুললেন স্বয়ং নেইমার। পিএসজির এই তারকা ফুটবলার আবারও জানালেন তিনি পিএসজিতেই থাকতে চান।

গত মৌসুমে নেইমারকে দলবদলে বিশ্বরেকর্ড গড়ে দলে টানে ফ্রান্সের ক্লাবটি। প্রথম মৌসুমেই নেইমার দলের আস্থার প্রতিদান দিয়েছেন। পিএসজির হয়ে জিতেছেন ট্রেবল। নিজে গোল করেছেন, পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। পিএসজির হয়ে গত মৌসুমে ১৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল।

ফক্স স্পোর্টসকে নেইমার বলেছেন, ‘আমি এ ক্লাব বেছে নিয়েছে চ্যালেঞ্জের জন্য, নতুন কিছু করার জন্য এবং বাড়তি কিছু পাওয়ার জন্য। এ ব্যাপারে আমার ধারণা পাল্টাব না। আশা করি আমরা সফল এক মৌসুম কাটাব, নতুন কিছু শিরোপাও পাব।’

মাঝে পিএসজি ছাড়তে চাওয়ার সব গুঞ্জনকে মিথ্যা বলছেন নেইমার, ‘সংবাদমাধ্যম গুজন সৃষ্টি করে মজা পায় কিন্তু সবাই জানে আমি পিএসজির জন্য কতটা ভাবি।’

ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপের সঙ্গে দারুণ এক জুটি গড়েছেন নেইমার। ফ্রেঞ্চ ফরোয়ার্ড বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবেন বলে মনে করেন নেইমার, ‘সে অবিশ্বাস্য, অসাধারণ এক খেলোয়াড়। আমরা অনেক আগ থেকেই এটা জানি। ওর সঙ্গে আমি প্রতিদিন খেলি এবং জানি ও কত প্রতিভাবান। সে বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে সে শীর্ষস্থানের (বিশ্বের সেরা খেলোয়াড়) জন্য লড়বে। ওর সঙ্গে শিগগিরই দেখা হবে ভেবে ভালো লাগছে। আমরা প্রতিদিনই কথা বলি, এমনকি বিশ্বকাপের সময়ও বলেছি।’

এবার অবশ্য শুধু গোল করা নয়, গোল আটকানোতেও ভালো ভরসা খুঁজে পেয়েছে পিএসজি। কিংবদন্তি জিয়ানলুইজি বুফন এবারই যোগ দিয়েছেন ক্লাবে, এ নিয়ে খুবই উৎফুল্ল নেইমার, ‘বুফন যেমন মানুষ এবং যা অর্জন করেছে, তার মতো একজন কিংবদন্তি গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সম্মানের ব্যাপার। আমাদের দেওয়ার মতো তার অনেক কিছুই আছে, কত কত অভিজ্ঞতা!’

কিলিয়ান এমবাপে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তার সঙ্গে তারকাদ্বন্দ্বের কারণে পিএসজিতে থাকতে চাচ্ছেন না নেইমার, এমন দাবি কিছু মিডিয়ার! এপ্রসঙ্গে নেইমার জানালেন, সবই গুঞ্জন, মিডিয়ার তৈরি।

২৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, প্যারিসে আমি ভালো আছি। আমি এখানেই থাকছি। তাদের সঙ্গে আমার নির্দিষ্ট মেয়াদে চুক্তি আছে। আপনারা যা শুনছেন সবই গুঞ্জন। আর প্রতিটি গুঞ্জন মিডিয়ার তৈরি।

তিনি বলেন, প্রত্যেকেই আমার লক্ষ ও উদ্দেশের কথা জানেন- কেন আমি বার্সেলোনা ছেড়ে এখানে এসেছি। এ ক্লাবের হয়ে আমি সাফল্য পেতে চাই। আশা করি, আগামী মৌসুমে সতীর্থদের নিয়ে দারুণ কিছু করে দেখাতে পারব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.