Sylhet Today 24 PRINT

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তামিম

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৩তম অবস্থানে এখন তামিম।

রোববার (২৯ জুলাই) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন তামিম। ১৭তম স্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন তিনি

এর আগে ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫তম স্থানে ছিলেন তামিম। সিরিজটা ৭৩৭ পয়েন্ট নিয়ে শেষ করেছেন দেশ সেরা ব্যাটসম্যান। এটাও তাঁর ক্যারিয়ার-সর্বোচ্চ।

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ব্যাট হাতে তিন ম্যাচে সাকিব করেছেন তিন ম্যাচে যথাক্রমে ৯৭, ৫৬ ও ৩৭ রান। তিন ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ২৬তম স্থানে উঠেছেন সাকিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু সাকিবই একবার শীর্ষ দশে জায়গা পেয়েছিলেন।

বল হাতে ২ উইকেট নিয়েছেন অবশ্য বোলার তালিকায় তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নেমে গেছেন ২৬-এ। তবে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। শেষ ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহও পেয়ে গেছেন ক্যারিয়ার-সেরা ৫৭৫ রেটিং পয়েন্ট। চার ধাপ এগিয়ে উঠেছেন ৩৮-এ।

সিরিজে ৭ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে মাশরাফি বিন মুর্তজা উঠে এসেছেন ১৯তম স্থানে। যেখানে তাঁর সঙ্গী নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। র‍্যাঙ্কিংয়ে মাশরাফির চেয়েও ওপরে মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন এই বাঁহাতি পেসার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.