Sylhet Today 24 PRINT

ঢাকায় দক্ষিণ আফ্রিকা আর ডারবানে জয়ী বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৫

ঢাকায় দক্ষিণ আফ্রিকা জিতলেও যুবাদের ক্রিকেটে ডারবানে জয়ী হয়েছে বাংলাদেশের ছেলেরা।

বড়দের ব্যর্থতার দিনে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। রোববার ডারবানের কিংসমিডে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশের যুবারা।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রান করে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে ৩২ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুর দিকে দারুণ বল করেন বাংলাদেশের বোলাররা। দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯।

দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। দলীয় ৭১ রানের মাথায় ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ শেষ পর্যন্ত ১৮৪ রানে পৌঁছায় মূলত মুলদারের অর্ধশতকে (৬২) ভর করে। মনস্যামি ২৭ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২২ রানে ৩ উইকেট নিয়ে সফল বোলার আবদুল হালিম। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন, সালে আহমেদ এবং মেহেদি হাসান রানা।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩৫ রান তোলে বাংলাদেশ। অর্ধশতক করে আউট হন ওপেনার জয়রাজ শেখ। অপর ওপেনার পিনাকি ঘোষ করেন ৬০ রান।

২ ওপেনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্তর (২৩) ও অধিনায়ক মিরাজ (১৫) অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। প্রথম ম্যাচ জয়ের ফলে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব--১৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.