Sylhet Today 24 PRINT

জয় দেখল জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

দুঃস্বপ্নের রাশিয়া বিশ্বকাপ শেষে অবশেষে জয়ের মুখ দেখল জার্মানি। ফ্রান্সের সঙ্গে আগের ম্যাচে ড্র করা দলটি দেশের মাটিতে হারিয়েছে পেরুকে।

দেশের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোববার রাতে ২-১ গোলে জিতেছে ইওয়াখিম লুভের শিষ্যরা।

লুইস আনভিনকুলার গোলে এগিয়ে যায় পেরু। ইউলিয়ান ব্রান্ডট সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন অভিষিক্ত নিকো শুলজ।

নিজেদের প্রথম সুযোগ কাজে লাগিয়ে ২২তম মিনিটে এগিয়ে যায় পেরু। শুলজের হারানো বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আনভিনকুলা।

এই ডিফেন্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল। খুব কাছে থেকেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি জার্মানির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

সমতা ফেরাতে বেশি সময় নেয়নি জার্মানি। ক্রুসের কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রান্ডট।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ৮৪তম মিনিটে জার্মানিকে এগিয়ে নেন শুলজ। তার জোরালো শট পেরুর একজনের গায়ে লেগে, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। এই গোলই জার্মানিকে এনে দেয় স্বস্তির জয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.