Sylhet Today 24 PRINT

অনলাইনে যেখানে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

মরুশহর দুবাইয়ে ভারত-পাকিস্তানের দ্বৈরথ আজ। দুই চিরপ্রতিন্দ্বির এই ম্যাচ নিয়ে যেমন তাদের দুই দেশের মধ্যে রয়েছে ক্রিকেটিয়-উত্তেজনা, তেমনি বাংলাদেশের দর্শকদের মধ্যেও রয়েছে তুমুল আগ্রহ।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া এই ম্যাচ টেলিভিশনে প্রচারের পাশাপাশি দর্শকেরা অনলাইনেও দেখতে পাবেন।

অনলাইনে সরাসরি এশিয়া কাপের ম্যাচ দেখা যাবে র‍্যাবিটহোল বিডি (youtu.be/U6yck2NOd14) নামের ইউটিউব চ্যানেলে।

এছাড়া র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামের অ্যাপটি ডাউনলোড করে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের খেলাগুলো।

এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।

এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ও দুরদর্শনের পর্দায়ও এশিয়া কাপের সব ম্যাচগুলো দেখাতে পাবেন ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট প্রেমীরা।

এছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।

যুক্তরাজ্যে দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে।

হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে পাকিস্তান। অন্যদিকে এশিয়ার কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হংকংয়ের বিপক্ষে ভারত জিতেছে ২৬ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.