Sylhet Today 24 PRINT

রোনালদোর লালকার্ডকে ‘অদ্ভুত’ বলছেন পিয়ানিচ

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর শুরুটা হলো লালকার্ড দিয়ে।

প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৯তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পাঁচবারের ফিফা বর্ষসেরা এ ফুটবলার। তবে রোনালদোর এই লালকার্ডের দিনে ম্যাচ জিতেছে জুভেন্টাস।

রোনালদোর লাল কার্ড দেখাটা অদ্ভুত ঠেকছে তার জুভেন্টাস সতীর্থ মিরালেম পিয়ানিচের কাছে।

বুধবার ম্যাচের ২৯তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জেইসন মুরিয়োকে হালকা ধাক্কা দিয়ে লালকার্ড দেখেন জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রোনালদো।

১০ জন নিয়ে খেলেও দুই অর্ধে পিয়ানিচের দুটি সফল স্পট কিকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমাতে ব্যর্থ হন ভালেন্সিয়ার অধিনায়ক দানি পারেয়ো।

রোনালদো লালকার্ড দেখায় বিস্মিত হয়েছিলেন বলে ক্লাবের ওয়েবসাইটে জানান বসনিয়ার মিডফিল্ডার পিয়ানিচ।

“ফুটবল একটা আজব খেলা। শুরুর সময়টার পর আমরা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারতাম। কিন্তু তারপরই ওই অদ্ভুত লালকার্ডটা এল।”

“এটা ছিল ২০১৬ সালে লিওঁর বিপক্ষে ম্যাচটার মতো। আমরা দৃঢ়তা দেখিয়েছিলাম এবং ফাইনালে পৌঁছাতে যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল তা খুঁজে পেয়েছিলাম। সেটাই আমাদের আবারও করা দরকার।”

বুধবার ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে পল পগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের সমান তিন পয়েন্ট সেরি আ চ্যাম্পিয়নদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.