Sylhet Today 24 PRINT

ভিয়েতনামকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভিয়েতনামের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের মেয়েরা ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে গ্রুপ সেরা হয়।

বাংলাদেশ আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ২৫ গোল দেয়। ভিয়েতনামও দেয় ২৫ গোল। দু'দলের ম্যাচটি তাই সহজ ছিল না। প্রথমার্ধে বাংলাদেশ এক গোল দিলেও ম্যাচ থেকে প্রতিপক্ষকে ছিটকে দিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পেরুতেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিজেদের হাতে।

বাংলাদেশ সর্বশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারায়। অন্যদিকে গেল শুক্রবার লেবাননকেও ৭ গোল দেয় ভিয়েতনাম। মেয়েদের তাই হারার সুযোগ ছিল না এই ম্যাচে। কারণ পয়েন্ট, গোল ব্যবধান এবং মুখোমুখি লড়াইয়ে সমান-সমান ছিল দুই দল। জিতলে গ্রুপ সেরা, হারতে রানার্স আপ এই ছিল সমীকরণ। সমতা করলে হতো টাইব্রেকারে। তবে প্রথমার্ধে এগিয়ে থেকে বাংলাদেশ মেয়েরা ভালোর ইঙ্গিত দেয়। এরপর দ্বিতীয়ার্ধে ২-০ গোলে ম্যাচ বের করে নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.