Sylhet Today 24 PRINT

নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশের তরুণীরা, প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া প্রতিবেদক |  ০২ অক্টোবর, ২০১৮

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে আজ নেপালের সঙ্গে ড্র করলেই চলত। তবে নেপালকে ২-১ গোলে হারিয়েই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠেছে বাংলাদেশ।

এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে পেলো ভুটানকে। ৫ অক্টোবর ফাইনালের ওঠার লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

ম্যাচের প্রথমার্ধের দুই গোলেই জয় নিশ্চিত হয় লাল-সবুজের তরুণীদের। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে নেপাল শুধুই তাদের ব্যবধান কমায়।

বাংলাদেশ দলের হয়ে সিরাত জাহান স্বপ্না ১৬ ও শ্রীমতী কৃষ্ণারানী ৩২ মিনিটে একটি করে গোল করেন। নেপালের হয়ে গোলটি করেন রেশমি কুমারী।

অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এবারই প্রথমবার নেপালের মুখোমুখি হয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব-১৪ ও ১৫ বয়সভিত্তিক খেলায় দু’বার করে জয় পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.