Sylhet Today 24 PRINT

রাজন হত্যার প্রতিবাদে সরব মুশফিক

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৫

শিশু রাজনকে বর্বরোচিতভােব নির্যাতন করে হত্যার ঘটনায় প্রতিবাদে সরবা হয়ে উঠেছে সারা দেশের মানুষ। এই লোহমর্ষক ঘটনা নাড়া দিয়েয়ে দেশের সর্বস্তরের মানুষকে। সকলে প্রতিবাদে সোচ্ছার হচ্ছেন। প্রতিবাদে সামিল হয়েছেন ক্রিকেটাররাও।

সিলেটে সাবেক জাতীয় দলের ক্রিকেটার রাজিন সালেহ, এনামুল জুনিয়ররা আয়োজন করেছেন মানববন্ধনের। অপরদিকে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও সামিল হয়েছেন প্রতিবাদে। সকল শিশু নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

মুশফিক তার ফেইসবুক ফ্যান পেইজে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ছবি আপলোড করেন।

বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লেখেন, “একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!”

জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ, মুমিনুল হকদের ফেইসবুক ফ্যান পেইজেও মুশফিকের এই ছবি শেয়ার করা হয়।

সিলেটের কুমারগাঁওয়ে গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.