Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের পর পর্তুগালের টানা তৃতীয় জয়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও বিশ্বকাপের পর টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর এবার স্কটল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল।

স্কটল্যান্ডের গ্লাসগোতে রোববার বিকালে প্রীতি ম্যাচ ৩-১ গোলে জেতে পর্তুগাল। এ ম্যাচেও দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

উয়েফা নেশন্স লিগে গত মাসে ইতালির বিপক্ষে জয়ের পর গত সপ্তাহে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জেতে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা।

পর্তুগালের প্রথম গোলটি আসে ম্যাচের ৪৩তম মিনিটে। বাইলাইন থেকে লেফট-ব্যাক কেভিন রদ্রিগেসের পাস ছোট ডি-বক্সে পেয়ে টোকায় জালে পাঠান অভিষিক্ত ফরোয়ার্ড এল্দের কস্তা।

শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে পর্তুগাল।

৭৪তম মিনিটে রেনাতো সানচেসের ফ্রি-কিকে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ২০১৬ ইউরো ফাইনালে জয়সূচক গোল করা এদের।

৮৪তম মিনিটে ডি-বক্সে এক জনকে কাটিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে দলের তৃতীয় গোলটি করেন লাইপজিগের উইঙ্গার ব্রুমা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন ফরোয়ার্ড স্টিভেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.