Sylhet Today 24 PRINT

উরুগুয়ের বিপক্ষে জাপানের জয়

স্পোর্টস ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৮

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছে জাপান।

জাপানের সাইতামায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দলটিকে ৪-৩ গোলে হারায় স্বাগতিকরা।

ম্যাচ শুরুর দশম মিনিটে তরুণ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোর গোলে এগিয়ে যায় জাপান। ২৮তম মিনিটে গাস্তোন পেরেইরোর গোলে সমতা ফেরায় অতিথিরা।

৩৬তম মিনিটে দুরূহ কোণ থেকে ইউইয়া ওসাকোর ডান পায়ের শটে আবার এগিয়ে যায় জাপান।

দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে ডি-বক্সের মাঝামাঝি থেকে এদিনসন কাভানির গোলে ফের সমতায় ফেরে উরুগুয়ে। অবশ্য দুই মিনিটের বেশি থাকেনি সমতা। মিডফিল্ডার রিতসু দোয়ানের বাঁ পায়ের শটে আবার এগিয়ে যায় জাপান।

৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে আরও এগিয়ে নেন মিনামিনো।

৭৫তম মিনিটে কাভানির পাস থেকে ফরোয়ার্ড জোনাথান রদ্রিগেস গোল করলে হার এড়ানোর সম্ভাবনা জাগে উরুগুয়ের। তবে শেষ পর্যন্ত অবশ্য জয়ের আনন্দেই মাঠ ছাড়ে জাপান।

এ নিয়ে গত তিন ম্যাচের তিনটিতেই জয় পেল রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় খেলা জাপান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.