Sylhet Today 24 PRINT

‘পয়া মাঠে’ সিরিজ জয়ের হাতছানি!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের তুলনায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্যে ‘পয়া মাঠ’। কারণ এখানে বাংলাদেশ দলের সাফল্যের হার সবচেয়ে বেশি।

ঢাকায় যেখানে ৭৫টি ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ৩৩টি, হার ৪১টি সেখানে চট্টগ্রামে ১৫টি ম্যাচ খেলে ৯টিতে জিতেছে স্বাগতিকরা। তাই এ মাঠকে ‘পয়া মাঠ’ বলা যায় নির্দ্বিধায়, এবং এ মাঠেই বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই।

এ মাঠের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০০৬ সালের ফেব্রুয়ারিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে স্বাগতিক দল হেরেছিল ৭৮ রানে।

দুই মাস পর অস্ট্রেলিয়ার কাছেও হার মানতে হয়েছিল। তবে এই মাঠে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ২০০৬ সালে ডিসেম্বরে, স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে।

২০০৯ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। সে বছরের নভেম্বরে অনুষ্ঠিত ওই দুই ম্যাচে জিম্বাবুয়েকে ৬ ও ১ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।

এরপর ২০১০ সালে আবার জিম্বাবুয়েকে, ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে, সেই বছরই ওয়েস্ট ইন্ডিজকে এবং ২০১৪ সালে আরো দুবার জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। এই মাঠে ৯টি জয়ের পাঁচটিই জিম্বাবুয়ের বিপক্ষে।

মাঠের ইতিহাস যখন স্বাগতিকদের পক্ষে তখন বাকিটা অনুবাদের দায়িত্ব গিয়ে পড়ে খেলোয়াড়দের ওপরই। বাংলাদেশ দল ইতোমধ্যেই সে প্রত্যয় দেখিয়েছে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়ে!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.