Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে। ৭ উইকেটে জিতেছে টাইগাররা। ২৪৭ রানের টার্গেট তিন উইকেট হারিয়েই টপকে যায় স্বাগতিকরা। ৩৫ বল হাতে রেখে জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। ফলে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।

জিম্বাবুয়ের দেওয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে ১৪৮ রানের পঞ্চম সর্বোচ্চ রেকর্ড জুটি গড়েন। ম্যাচে শুধু বাংলাদেশের আফসোস সেঞ্চুরির পথে থাকা লিটন দাস এবং ইমরুল কায়েস সেঞ্চুরি হাতছাড়া করে ফিরেছেন। তবে তাদের দেওয়া রানের ভিত্তিতে ৩৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে মাশরাফিবাহিনী।

দলের ১১১ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েস। এছাড়া লিটন দাস খেলেন ৭৭ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস। তবে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া ফজলে রাব্বি দ্বিতীয় ম্যাচেও শূন্য রানে সাজঘরে ফেরেন। শেষটায় মুশফিকুর রহিম হার না মানা ৪০ ও মিঠুন অপরাজিত ২৪ রান করলে জয় পায় বাংলাদেশ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে সফরকারীরা। দলের হয়ে ব্রেন্ডন টেইলর ৭৫ রান করেন। এছাড়া সিকান্দার রাজা ৪৯ এবং শেন উইলিয়ামস করেন ৪৪ রান। বাংলাদেশের হয়ে এ ম্যাচে ৪৫ রানে ৩ উইকেট নেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.