Sylhet Today 24 PRINT

মাশরাফির'ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

রাজ্জাক-সাকিবের পর এবার মাশরাফিও ঢুকে পড়লেন ২০০ উইকেট ক্লাবে। পেসার হিসেবে এই প্রথম বাংলাদেশ দলের কোনো বোলার এ কৃতিত্ব অর্জন করলেন। 

মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৫৭মত ম্যাচে ২০০ উইকেট লাভ করেন। আর তার দুইশতম শিকারে পরিণত হন ডেভিড মিলার। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট তার ক্যারিয়ারের সেরা বোলিং। 

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ে নামে। খেলার ২৩ ওভারে ৭৮ রানে ৪ হারানোর পর বৃষ্টির কারণে প্রায় ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে খেলা আবারো শুরু হয়।

এর আগে নিজের ১৫৬তম ম্যাচে এসে ২০০ উইকেট অর্জন করেন সাকিব। ২০১১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। 

তবে ২০০ উইকেট ক্লাবে প্রথম নাম লিখিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে ২৯.২৯ গড়ে রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.