Sylhet Today 24 PRINT

মাঠে এসে রাহিকে খুঁজে পাননি তার মা

ক্রীড়া প্রতিবেদক |  ০৩ নভেম্বর, ২০১৮

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকে সিলেটের একমাত্র প্রতিনিধি হয়ে মাঠে আছেন আবু জায়েদ রাহি। এত বড় উপলক্ষ অথচ মাঠে আসেননি তার পরিবারের কেউই! তবে পরিবারের কেউ কেন মাঠে আসেননি ম্যাচ শেষে তারও ব্যাখ্যা দিলেন সিলেটের এ পেসার।

টেস্টের প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে আসা একাদশে থাকা একমাত্র পেসার আবু জায়েদ চৌধুরী রাহি বলেন, ‘বিপিএলের গত আসরে আম্মু মাঠে এসেছিল। পরে বাড়ী যেয়ে আম্মু বলেছিল, মাঠ থেকে বরং আমি টিভিতেই দেখবো। টিভিতে তোরে দেখতে পারি, মাঠে এসে তোরে খোঁজে পাই না।’

এসময় রাহির এমন কথায় সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল বয়ে যায়।এর আগেও অবশ্য আরেক দফা সাংবাদিকদের হাসিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসেই আবু জায়েদ রাহি বললেন, ‘সিলেটি ভাষায় কইন।’

বোঝা গেল, বেশ খোশমেজাজেই আছেন সিলেটের এই ছেলে। ঘরের মাঠ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে একমাত্র স্পেশালিষ্ট পেসার হিসেবে জায়গা পেয়েছেন। পেসারদের জন্য বেশি কিছু না থাকা উইকেটে ভয়ঙ্কর হয়ে ওঠতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে শিকার করেছেন। জিম্বাবুয়ের ইনিংসও খুব বড় হয়নি। খোশমেজাজে থাকাটাই যেন স্বাভাবিক।

সিলেটের টেস্ট অভিষেকের মঞ্চে রাহির সাফল্য একটি উইকেট। ৯১ ওভারে বাংলাদেশ নিতে পেরেছে জিম্বাবুয়ের ৫ উইকেট। সফরকারীদের রানটা খারাপ হয়নি ২৩৬। যদিও এ টাইগার পেসার মনে করেন নাগালের মধ্যেই রাখা গেছেন সফরকারীদের স্কোর।

‘ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেলএন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেয়া। সেটা হলে ওদের ৩২০এর মধ্যে আটকে দিতে পারব।’

‘প্রথম দিন শেষে বাংলাদেশকেই এগিয়ে রাখব। কারণ উইকেট বিচারে ওরা কম রানই করেছে। উইকেট ফ্ল্যাট ছিল।’ সারাদিনে প্রতিপক্ষের মাত্র পাঁচ উইকেট তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে রাহির পর্যবেক্ষণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.