Sylhet Today 24 PRINT

আলো স্বল্পতায় আগেভাগেই শেষ তৃতীয় দিনের খেলা

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০১৮

আলোক স্বল্পতার কারণে সিলেট টেস্টে জিম্বাবুয়ের দেয়া লক্ষ্য থেকে ২৯৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১০.১ ওভারে বিনা উইকেট সংগ্রহ করেছে ২৬ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার লিটন দাস ১৪ (৩৮ বল) ও ইমরুল কায়েস ১২ (২৩ বল)। এখনো জিততে হলে বাংলাদেশের চাই ২৯৫ রান। হাতে রয়েছে পুরো ২ দিন ও ১০ উইকেট।

আর লক্ষ্যকে ভেদ করে জিততে হলে ভাঙতে হবে পুরনো সকল রেকর্ড। কারণ বাংলাদেশের মাটিতে এর আগে বিশ্বের কোন দলই জেতেনি এত বড় লক্ষ্য তাড়া করে। এছাড়া বাংলাদেশও টেস্টে এত বড় লক্ষ্য তাড়া করে জিততে পারেনি কখনো।

এর আগে বাংলাদেশ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়। আর বাংলাদেশে ২০০৮ সালে চট্টগ্রামে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নিউ জিল্যান্ডের।

বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে দুইশ' রান তাড়া করে জেতাই কঠিন। সেখানে সফরকারীদের বড় লক্ষ্যের বিপক্ষে জিততে হলে দারুণ কিছু করে দেখাতে হবে বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হয়ে গেছে। এর আগে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় তারা। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড বেড়ে হয় ৩২০ রান।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে দলের হয়ে মাসাকাদজা করেন ৪৮ রান। টেইলর-রাজারা-শেন উইলিয়ামসরা ২০, ২৫ রান করে করলে ওই রান করতে পারে তারা। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান তাইজুল ইসলাম। এছাড়া দুই ইনিংসে মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। এছাড়া মেহেদি মিরাজ তিনটি ও নাজমুল ইসলাম পেয়েছেন দুই উইকেট।

এর আগে শনিবার শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সবক'টি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন শেন উইলিয়ামস। এছাড়া পিটার মুর ৬৩ ও হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৬ উইকেট নেন। এছাড়া নাজমুল ইসলাম দুটি ও আবু জায়েদ, মাহমুদুল্লাহরা একটি করে উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আরিফুল হক। এছাড়া মুশফিকুর রহিম ৩১ ও মেহেদি হাসান মিরাজ ২১ রান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.