Sylhet Today 24 PRINT

ব্যর্থতার দায়ভার ব্যাটসম্যানদের: মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৮

যখন প্রয়োজন টিকে থাকার, যখন হাতে সময় আছে আবারিত। এসব পরিস্থিতিতেও স্ট্রোক খেলার নেশায় পেয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রতি ইনিংসের পরই নিজেদের ভুলটা ধরতে পারেন তারা। কিন্তু পরের ইনিংসই দেখা যায় একই ভুল। এই চক্রে পড়ার কারণ হিসেবে নিজেদের আবেগকে দায়ী করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত আট ইনিংসে দুশো স্পর্শ করা যায়নি। দেড়শই পেরুনো গেছে মাত্র দুবার। এসব ইনিংসে মাহমুদউল্লাহকে সবচেয়ে হতাশ করেছে অতিরিক্ত শট খেলার প্রবণতা, ‘আমার মনে হয় আমাদের স্ট্রোক মেকিংটা মাত্রাতিরিক্ত। এই জিনিসটা আমরা হয়তো আবেগী হয়ে করছি। এখানে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটু চুজি হতে হবে। আমরা কোন বোলারকে কখন কিভাবে খেলতে পারি এটা দেখতে হবে।’

টেস্টে ইনিংস বড় করতে দরকার লম্বা জুটি। সেটি হচ্ছে না বাংলাদেশের। সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র একটা পঞ্চাশ রানের জুটি গড়তে পেরেছে  বাংলাদেশ। এসব কাটিয়ে ঢাকা টেস্টে নিজেদের ভিন্নভাবে দেখানোর পণ মাহমুদউল্লাহর, ‘সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আমরা  ছোট ছোট জুটিও তৈরি করতে পারছি না। আগাগোড়া সবাই ফেইল করছি। এই জিনিসটা ঠিক করতে পারলে ঢাকা টেস্টে ভিন্ন বাংলাদেশ দেখতে পাবেন।’

সিলেটের উইকেট কিংবা নিজেদের বোলিং। কোথাও কোন খামতি দেখছেন না অধিনায়ক। তার চোখে ব্যর্থতার দায়ভার পুরোপুরি দলের ব্যাটসম্যানদের, ‘আমি শুধু ব্যাটিংটা নিয়ে বলতে পারি। আপনি উইকেটের দোষ দিতে পারবেন না। বোলারদের বিরুদ্ধেও অভিযোগ করতে পারবেন না। কারণ তাঁরা ধারাবাহিকভাবে পারফর্ম করছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.