Sylhet Today 24 PRINT

হারে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। অথচ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর মোক্ষম সুযোগ ছিল আজ শনিবার।

দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল মেয়েরা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে ৫০ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৫ ব্যাটসম্যানকে ফেরায় খাদিজা-রুমানারা।

বাংলাদেশের মেয়েদের তোপে ১০৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্যাটিং ব্যর্থতায় এই মামুলি সংগ্রহই মেয়েদের কাছে হয়ে উঠল পাহাড়সম।

এদিন বোলারদের দাপটের দিনে করুণ রূপ দেখালেন ব্যাটসম্যানরা। ১০৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ৬০ রানে হার দিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সালমা খাতুন। পেসার জাহানারা দুর্দান্ত বোলিংয়ে বোঝাই যায় সিদ্ধান্তটা খারাপ ছিল না। পরে খাদিজা, রুমানা ও ফাহিমার স্পিনে কাবু হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

নাইট করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া অধিনায়ক এস আর টেলর করেন ২৯। এরপর ম্যাকলিন (১১) ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি।

জাহানারা ৩টি, রুমানা ২টি উইকেট পান। অধিনায়ক সালমা ও খাদিজা পান একটি করে উইকেট।

১০৭ রানের সহজ টার্গেটে তাড়া করতে নেমে হোঁচট খান শামীমা-আয়েশারা। সব ব্যাটসম্যানের ব্যর্থতায় বাংলাদেশ ইনিংস গুটিয়ে যায় অর্ধশতকের আগেই।

মেয়েদের একজনও দুই অংকের রান করতে পারেননি। দায়েন্দ্রা ডটিনের পেসের তোপের তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।

ওইন্ডিজের ডটিন একাই নেন ৫টি উইকেট। যার চারটিই বোল্ড। শামীমা, ফারজানা ও খাদিজা ছাড়া সবাই বোল্ড হয়েছেন।

মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়ে দায়েন্দ্রা ডটিন হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

গতকাল শুক্রবার ভারত- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.