Sylhet Today 24 PRINT

নির্বাচন না করার সিদ্ধান্ত সাকিবের

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৮

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন। রোববার তার দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল।

তিনি মাগুরা-১ আসনের জন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন বলে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছিল।

সাকিব আল হাসান শনিবার রাতে বলেন, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।

নড়াইল থেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনিও আগামীকাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। মাশরাফির পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা না হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাকিব-মাশরাফি দুজনই রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.