Sylhet Today 24 PRINT

স্পেনকে হারিয়ে ক্রোয়েশিয়ার মধুর প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৮

বিশ্বকাপে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়াকে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। আর বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার দুর্গ জাগরেভে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৪ এ স্পেনকে ৩-২ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বিশ্বকাপ রানার্সআপরা।

ক্ষণে ক্ষণে পাল্টাল রঙ। পরতে পরতে ছড়িয়ে থাকল নাটক আর রোমান্স। জয়ের সাক্ষী হতে হল অন্তিমলগ্নে। অবশেষে শেষ হাসি হাসল ক্রোয়েশিয়া। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে প্রথমার্ধে কেউ-ই জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ক্রোয়াটদের লিড এনে দেন আনদ্রেই ক্রামারিচ। তবে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৬ মিনিটে সফল লক্ষ্যভেদে স্প্যানিশদের সমতায় ফেরান দানি সেবাইয়োস।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ক্রোয়েশিয়া। ফলে ফের এগিয়ে যান স্বাগতিকরা। ৬৯ মিনিটে লুকা মদ্রিচের অসাধারণ ক্রসে হেডে বল জালে জড়ান তিন ইয়াদভাই। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে এটি তার প্রথম গোল।

তবে ব্যবধানটা ধরে রাখতে পারেননি মদ্রিচরা। পরক্ষণেই গোল হজম করতে হয় তাদের। ৭৮ মিনিটে সার্জিও রামোসের সফল স্পট কিকে ফের সমতায় ফেরে স্পেন। ডি-বক্সে ডিফেন্ডার শিমে ভারসালকোর হাতে বল লাগলে পেনাল্টি পান স্প্যানিশরা।

তখন পর্যন্ত মনে হচ্ছিল ২-২ সমতায় শেষ হচ্ছে ম্যাচ। তবে নাটকের তখনও বাকি ছিল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নিশানাভেদ করেন ইয়াদভাই। ফলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়েন জ্লাতকো দালিচের শিষ্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.