Sylhet Today 24 PRINT

বাংলাদেশের স্পিনে বিপদে ওয়েস্ট ইন্ডিজ, ৮৮/৫

ক্রীড়া প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৮

সাকিব, তাইজুল, মিরাজ ও অভিষিক্ত নাঈমদের দাপুটে স্পিনে বেশ চাপে রয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২৪ রানের জবাবে দলীয় ৩১ রানে প্রথম তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সুনীল অ্যামব্রিস ও রোস্টন চেজের ব্যাটে বিপর্যয় কিছুটা সামাল দিতে গিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৭৭ রানের মাথায় চেজ নাঈমদের বলে ইমরুলের ক্যাচ দিয়ে ভাঙ্গে এ জুটি। পরের ওভারে আবার বল করতে এসে নেন অ্যামব্রিস উইকেট। দলীয় স্কোর দাঁড়ায় ৩১ ওভার ৫ বলে ৫ উইকেটের বিনিময়ে ৮৮ রান।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতে তাইজুল ইসলাম নেন কিয়েরন পাওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট। পরের ওভারে সাকিব আল হাসানের জোড়া আঘাত। বাংলাদেশের দুই স্পিনারের উইকেট উৎসবে চূর্ণ হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। চট্টগ্রাম টেস্টে ৩১ রানে ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা।

চতুর্থ ওভারে মেহেদী হাসান মিরাজের এলবিডাব্লিউর আবেদনে ‘হ্যাঁ’ বলেছিলেন আম্পায়ার। কিন্তু পাওয়েল রিভিউ নিয়ে ২ রানে জীবন পান। তবে অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে নিয়ে উদ্বোধনী জুটি বেশি লম্বা করতে পারেননি। ১১তম ওভারে তাইজুলের প্রথম বলে এলবিডাব্লিউ হন এই ওপেনার। এবারও রিভিউ নেন তিনি, কিন্তু সিদ্ধান্ত তার বিরুদ্ধেই থাকে। ১৪ রানে মাঠ ছাড়েন পাওয়েল।

তাইজুল ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরের ওভারে বল হাতে নেন সাকিব। গত জুলাইয়ে সবশেষ টেস্ট খেলেন তিনি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রায় ৬ মাস পর ফিরেই আগের বিধ্বংসী রূপে সাকিব। নিজের প্রথম ওভারেই তুলে নেন দুটি উইকেট। শাই হোপকে ১ রানে বোল্ড করেন। আর চতুর্থ বলে ব্র্যাথওয়েটকে ১৩ রানে সৌম্য সরকারের ক্যাচ বানান তিনি। তার দুই বল আগে সুনীল আমব্রিসের ক্যাচ ধরতে পারেননি মুশফিকুর রহিম। তারপর লাঞ্চের আগে চেজের ক্যাচ ডিপ স্কয়ার লেগে ছেড়ে দেন মোস্তাফিজুর রহমান।

পরে অভিষিক্ত ১৭ বছর বয়সী অফ স্পিনার নাঈম ইসলাম তৃতীয় ওভারে পেলেন নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট। রোস্টন চেইসকে ভাঙলেন চতুর্থ উইকেট জুটির প্রতিরোধ। নাঈমের লেগ স্টাম্পের বল ডিফেন্স করতে চেয়েছিলেন চেইস। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে সহজ ক্যাচ যায় শর্ট লেগে। তৎপর ইমরুল কায়েস ক্যাচ মুঠোয় জমান।

৪৩ বলে চারটি চারে ৩১ রান করে ফিরেন চেইস। ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

পরের ওভারে আবার বল করতে এসে নিজের দ্বিতীয় শিকারের ফাঁদে দুইবার জীবন পাওয়া সুনিল আমব্রিসকে ফেরালেন নাঈম হাসান।অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আমব্রিস। ব্যাটে খেলতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন ডানহাতি ব্যাটসম্যান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় অফ স্টাম্পে লাগতো বল। ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল, ৬৯ বলে ১৯ রান করে ফিরে যান আমব্রিস।

এর আগে ৮ উইকেটে ৩১৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তাইজুল ও নাঈম ইসলাম এদিন বড় অবদান রাখতে পারেননি। আর ৯ রান যোগ করতেই স্বাগতিকরা হারায় শেষ দুটি উইকেট। নাঈম ২৬ রানে আউট হন, মোস্তাফিজুর রহমান রানের খাতা না খুলে বিদায় নেন। দুজনই জোমেল ওয়ারিকানের শিকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.