Sylhet Today 24 PRINT

আতলেতিকোর মাঠে বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। আতলেতিকোর মাঠে শনিবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো এরনেস্তো ভালভেরদের দল। গত রাউন্ডে রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছিল বার্সেলোনা।

আতলেতিকো-বার্সা দুদলই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বার্সা, তবে পুরো অর্ধেই গোলমুখে শট নিতে পারেনি একটাও। বিরতির আগে গোলের উদ্দেশে নেওয়া একমাত্র শটটি ছিল স্বাগতিকদের, সেটা যদিও ছিল লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচের ৪৫তম মিনিটে কোকের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সের্হি রবের্তো। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বদলি নামেন রাফিনিয়া।

৫৯তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় আতলেতিকো। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা অঁতোয়ান গ্রিজমানের কাট ব্যাকে ছোট ডি-বক্সে বলে পা লাগিয়েছিলেন জেরার্দ পিকে। তারপরও সুযোগ ছিল দিয়েগো কস্তার সামনে; কিন্তু পা লাগাতেই পারেননি স্প্যানিশ এই ফরোয়ার্ড।

৭৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে গ্রিজমানের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে হেডে জালে পাঠান কস্তা।

টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়ে যাওয়া বার্সেলোনা ৯০তম মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ডি-বক্সে মেসির পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন ১০ মিনিট আগে আর্থারের বদলি নামা দেম্বেলে। বল গোলমুখে ফরাসি ডিফেন্ডার লুকা এরনদেঁজের পায়ে লেগে জালে জড়ায়।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ১৩ ম্যাচ খেলা আলাভেস।

১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এস্পানিওল। দিনের আরেক ম্যাচে এইবারের মাঠে ৩-০ গোলে হারা রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.