Sylhet Today 24 PRINT

চতুর্থ বারের মতো টি-২০ বিশ্বকাপ জয় করলো অজি নারীরা

স্পোর্টস ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৮

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল এখনও কোনো ট্রফির দেখা না পেলেও এ্কই ফরম্যাটে আলোকিত করেছে দেশটির নারীরা। ছয় বিশ্বকাপের চারটিতেই জিতে নিয়েছে তারা। সর্বশেষ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো অজি নারী দল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পুরো বিশ্বকাপে দারুণ খেলা ইংল্যান্ড ফাইনালের ম্যাচে ভালো করতে পারেনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

১০৬ রানের টার্গেটে খেলতে নেমে অ্যাশলেগ গার্ডনার (৩৩) ও অধিনায়ক মেগ ল্যালিংয়ের (২৮) অপরাজিত ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ২৯ বল বাকি থাকতেই জয় পায় অজিরা। এছাড়া ২২ রান করেন ওপেনার অ্যালিসা হিলি।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ড্যানিয়েল ওয়েট। ২৫ রান করেন অধিনায়ক হিদার নাইট। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে গার্ডনার সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মেগান স্কাট ও জর্জিয়ার ওয়ারহ্যাম দুটি করে উইকটে পান।

অলরাউন্ডার নৈপূণ্যের কারণে ম্যাচ সেরা হন গার্ডনার। আর টুর্নামেন্ট সেরা হন অ্যালিসা হিলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.