Sylhet Today 24 PRINT

প্রথমবারের মতো কোন পেসার ছাড়া খেলছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম টেস্টে একমাত্র পেসার হিসেবে একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ইনিংস মিলিয়ে তিন বল করেছেন মাত্র চার ওভার। চার স্পিনার দিয়ে একাদশ সাজানো বাংলাদেশ অনেকটা খেলানোর জন্যই কেবল সেই ম্যাচে খেলিয়েছিল মোস্তাফিজকে। এবার আর সে পথে হাঁটেনি। একাদশে রাখা হয়নি কোন বিশেষজ্ঞ পেসার।

টেস্টে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিকবার এমন ঘটনা ঘটলেও বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দেখা গেল এমন ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টে বাংলাদেশ দলে নেই কোনো পেসার। যদিও সৌম্য সরকার কিছুটা কাজ চালিয়ে নেওয়ার মতো হাত ঘুরিয়ে নিতে পারেন। তবে পেশাদার পেস বোলার নেই একাদশে একজনও। চট্টগ্রাম টেস্টে ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে তার দৌড় ছিল মাত্র ৪ ওভার। দুই ইনিংসে মাত্র ২৪টি বল করার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।

বাকিটা সময় বাংলাদেশের স্পিনাররাই নাচিয়েছেন উইন্ডিজের ব্যাটসম্যানদের। তবে ঢাকা টেস্টে সেই সুযোগটাও পেলেন না মোস্তাফিজ। আর তিনি বাদ পড়ায় বাংলাদেশের একাদশে রইলো না আর কোনো পেসার। এই একাদশ নিয়ে মাঠে নেমেই বাংলাদেশ দল গড়ে ফেললো এক রেকর্ড।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম কোনো পেসারবিহীন একাদশ। এর আগে অবশ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে কোনো পেসার ছাড়াই মাঠে নামে দল।

এছাড়া ইতিহাস বলছে, ১৯৬৭ সালে ইংল্যান্ড এর বিরুদ্ধে বার্মিংহামে ভাগবত চন্দ্রশেখর, ই.এ.এস. প্রসন্ন, বিষেন সিং বেদী ও শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবন এই ৪ স্পিনারকে নিয়ে কোনো পেসার ছাড়াই নবাব মনসুর আলী খান পতৌদির অধিনায়কত্বেও খেলেছে ভারত।

তবে সে সব ইতিহাস হাতে গুনেই হয়তো বের করা যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম উদাহরণ হয়ে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.