Sylhet Today 24 PRINT

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। রোববার দুপুর ১ শুরু হওয়া ম্যাচের আগে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। এদিকে বছরে শেষ সিরিজটি নিজের করে নিতে মাঠে নামছে দুই দলই।

২০১৪ সালের পর থেকে দেশের মাঠে অনুষ্ঠিত ৮টি দ্বিপাক্ষিক সিরিজের টাইগাররা হেরেছে মাত্র একটিতে। জয় এসেছে বাকি ৭টি সিরিজেই। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে জয়ের সুখ স্মৃতি।

২০১৮ সালের শেষ সিরিজে মাশরাফিরা আজ পাচ্ছে প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে। শেষ দেখায় ক্যারিবীয়দের মাঠেই ২-১ এ জয় পেয়েছিল টাইগাররা।

বছরের শেষ সিরিজটা জয়ের জন্য মুখিয়ে আছে দু’দলই। এমনটাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন দুই দলের অধিনায়ক।

ক্রিস গেইল-এভিন লুইস বিহীন ওয়েস্ট ইন্ডিজ দল চলতি বছরে একটি সিরিজেও জয়ের দেখা পায়নি। তার মধ্যে মরার উপর খরার ঘা হয়ে এসেছে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের ইনজুরিতে ছিটকে পড়া। হোল্ডারের অনুপস্থিতে অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান রোভমেন পাওয়েলের কাঁধে।

অপরদিকে ইনজুরি থেকে সাকিব-তামিমের প্রত্যাবর্তনে বেশ শক্ত অবস্থানেই রয়েছে স্বাগতিকরা। উল্টো তামিমসহ বাকি ৩ ওপেনারের দুর্দান্ত ফর্মে থাকায় মূল একাদশ গড়তে মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টদের।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২টি শতক হাঁকিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ইমরুল কায়েস। দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন দাসও। শতক পেয়েছেন এশিয়া কাপের ফাইনালে। অপরদিকে সবশেষ খেলা ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়েছেন সৌম্য সরকার। শতক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও।

চার ওপেনারের একজনকে সাইড বেঞ্চে বসতে হচ্ছে তা অনেকটা নিশ্চিত। সেই ক্ষেত্রে সৌম্য সরকারই হতে পারেন দ্বাদশ খেলোয়াড় এমনটায় আভাস পাওয়া গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায়।

তবে একাদশ থেকে যেই বাদ পড়ুক প্রথম ম্যাচটা জিতেই সিরিজ শুরু করতে চান মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.