Sylhet Today 24 PRINT

তামিম-মুশফিক-সাকিবের ফিফটিতে উইন্ডিজের লক্ষ্য ২৫৬

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৮

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের সামনে ২৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৫৫ রান।

টপ অর্ডারের উড়ন্ত সূচনার পর তামিম-মুশফিক-সাকিবের হাফ সেঞ্চুরি স্বত্বেও ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩শ পেরোতে পারে নি বাংলাদেশ। বাংলাদেশ আটকে যায় ২৫৫ রানে।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওশানে থমাসের ফুলার লেন্থের বলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ডানহাতি ওপেনার লিটন দাস। থমাসের ফুলার লেন্থের বল গিয়ে লাগে লিটনের ডান গোড়ালির পেছনের অংশে। চোট বেশি হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন লিটন। পরিচর্যা নিয়ে লিটন পরে নামলেও তার আগে নতুন নামা ইমরুল ফিরে যান এক ওভার বিরতি দিয়ে।

সেই থমাসের বলেই ইমরুল ফিরলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। অফস্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। বিদায় নেন রানের খাতা খোলার আগেই।

এরপর উইকেট ফেলে দিতে রিভিউ চেয়ে বসে উইন্ডিজ। নবম ওভারে লেগ বিফোরের আবেদনে রিভিউ নিয়েছিলো তারা। মুশফিক ব্যাট করছিলেন। কিন্তু রিভিউয়ে দেখা যায় বল মিস করেছে স্টাম্প। এরপর দ্রুত গতিতে ব্যাট চালিয়ে খেলেন মুশফিক ও তামিম ইকবাল।

বাংলাদেশের অভিজ্ঞ ৫ ক্রিকেটারের মাইলফলকের ম্যাচ আজ। মিরপুরে শততম ম্যাচ খেলতে নামছেন সিনিয়র ৫ ক্রিকেটার। স্মরণীয় ম্যাচেই ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন মুশফিক। অপরপ্রান্তে থাকা ওপেনার তামিমও মাইলফলকের ম্যাচে হাঁকান অর্ধশতক।

বড় সংগ্রগের ভিত গড়ে অর্ধশতকের পরই ফিরে যান তামিম। দেবেন্দ্র বিশুর বলে মেরে খেলতে গিয়ে কেমার রোচকে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ৫০ রানে। তামিমের ৬৩ বলের ইনিংসে ছিলো ৪টি চার ও একটি ছয়। এই জুটিতে আসে ১১১ রান।

তামিম ফিরে গেলে সঙ্গী মুশফিকও স্থায়ী হননি বেশিক্ষণ। ৬২ রানে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান থমাসের বলে। তার ৮০ বলের ইনিংসে ছিলো ৫টি চার।

নতুন দুই ব্যাটসম্যান নামলে শুরুতে শ্লথ হয়ে পড়ে রানের চাকা। বড় সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কা উঁকি দিলেও থিতু হওয়ার পর রানের চাকা সচল করেন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটি আরও বড় হতো যদি না মাহমুদউল্লাহ রিয়াদ ভুল শট খেলতে যেতেন। তাদের পার্টনারশিপ যখন ৬০ রানে দাঁড়িয়ে তখনই ভুল শটে সাজঘরে ফিরতে হয় তাকে। পাওয়েলের বলে টপ এজ হয়ে রিয়াদ ধরা পড়েন হেটমায়ারের হাতে।

সৌম্য সরকার নেমে রানের যোগান দিতে পারেননি। ৬ রানে ব্যাট করতে থাকা সৌম্য শর্ট বলে ক্যাচ উঠিয়ে দেন থার্ড ম্যানে। তার ক্যাচ লুফে নেন দেবেন্দ্র বিশু।

সাকিব অপর দিকে অভিজ্ঞ ৫ তারকার মাইল ফলকের ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ছক্কা মেরে। তার আগে অবশ্য নো বলে ক্যাচ উঠিয়ে ছিলেন। এরপর ফ্রি হিট পেলে ছক্কা মেরে পূরণ করেন ক্যারিয়ারের ৪০তম ফিফটি।

হাফসেঞ্চুরির পর রানের গতি আরও বাড়াতে গিয়ে ৬৫ রানে তিনি বোল্ড হন রোচের বলে।

সাকিবের বিদায়ের আগে রিটায়ার্ড হার্ট হওয়া লিটন দাস ব্যাটিংয়ে নেমে ফিরে যান অল্পতেই। চোটগ্রস্ত হয়ে মনোযোগী হতে পারেননি পরে নেমে। ব্যক্তিগত ৮ রানে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন হেটমায়ারের বলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.