Sylhet Today 24 PRINT

সৌম্য-সাকিবকে আউট করে কটরেলের ‘স্যালুট’

ক্রীড়া প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০১৮

সৌম্য সরকারকে মিড উইকেটে রভম্যান পাওয়েলের ক্যাচ বানিয়ে আউট করলেন উইন্ডিজ বোলার শেলডন কটরেল। তখন উইকেটের উদযাপন করলেন ‘স্যালুট’ জানিয়ে। একই উদযাপন করেন তিনি আরও একবার, সাকিবকে আউটের পর।

সোমবার বাংলাদেশে ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে এমন ঘটনা ঘটল।

ক্রিকেট মাঠে বোলারদের এই উদযাপন ভঙ্গি নজিরবিহীন নয়। এরআগে বাংলাদেশের সাকিব আল হাসান এমন উদযাপন করেছিলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বেন স্টোকসকে বোল্ড করার পর। তারও আগে উইন্ডিজ ক্রিকেটার ২০১৫ সালে গ্রেনাডা টেস্টে সেই স্ট্রোকসকে আউট করে ‘স্যালুট’ জানিয়ে উদযাপন করেছিলেন মারলন স্যামুয়েলস।

সিলেটে চলমান টি-টোয়েন্টি ম্যাচে কটরেল ‘স্যালুট’ ভঙ্গিমায় উইকেটের উদযাপন করছিলেন তখন অপর প্রান্তে ছিলেন সেই সাকিব আল হাসান।

আউট হওয়ার সময়ে সৌম্য সরকার ৪ বলে ৫ রান করেন। ৩.৩ ওভারে বাংলাদেশ রান ছিল তখন ৩ উইকেটে ৩১।

পরে ১৭.৩ ওভারে সাকিব আল হাসানকে কট অ্যান্ড বোল্ড করে একই ভঙ্গিমায় উদযাপন করেন কটরেল। আউট হওয়ার আগে সাকিব ৪৩ বলে করেন ৬১ রান। বাংলাদেশের রান ছিল তখন ১২২/৮

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.