Sylhet Today 24 PRINT

২০১৯ আইপিএলের ১০ দামী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৮

গত আসরে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন জয়দেব উনাদকাট। এ বাঁহাতি পেসারকে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছিল ১১ কোটি ৫০ লক্ষ রূপির বিনিময়ে। এ আসরে স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস।

এবারের নিলামেও তাকে নিয়ে কম টানাটানি হয়নি।  তার ভিত্তিমূল ছিল দেড় কোটি রূপি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লী ক্যাপ্টেন্স। এরপর বিড করে রাজস্থান রয়্যালস। সেখানে অংশ নেয় কিংস ইলিভেন পাঞ্জাবও। অবশেষে ৮ কোটি ৪০ লক্ষ রূপি দাম দিয়ে তাকে দলে টানতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস।

অবশ্য গত আইপিএলে খুব একটা ভালো করেননি উনাদকাট। ওভার প্রতি ৯.৬৫ গড়ে রান দিয়ে ১৫ ম্যাচে ৪৪.১৮ বোলিং গড়ে ১১ টি উইকেট শিকার করেন তিনি। তবুও তার ওপর আস্থা রেখেছে রাজস্থান রয়্যালস।

এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বড় চমক বরুণ চক্রবর্তী। তার নিলাম শুরু হয়েছিল মাত্র বিশ লক্ষ রূপি থেকে। দিল্লী ক্যাপটেনস এবং চেন্নাই সুপার কিংস প্রথমে নিলামে অংশ নেয়। ধীরে ধীরে চড়া হতে থাকে আর দাম। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সও অংশ নেয়। ৮ কোটি ৪০ লক্ষ দিয়ে এ স্পিনারকে দলে টানে কিংস ইলিভেন পাঞ্জাব।

সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকেও দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। তার মূল্য ৭ কোটি ২০ লক্ষ রূপি।

এক নজরে আইপিএলের দশ দামী ক্রিকেটার :

১। জয়দেব উনাদকাট (ভারত) – রাজস্থান রয়্যালস- ৮ কোটি ৪০ লক্ষ রূপি
২। বরুণ চক্রবর্তী (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৮ কোটি ৪০ লক্ষ রূপি
৩। স্যাম কারান (ইংল্যান্ড)- কিংস ইলিভেন পাঞ্জাব-  ৭ কোটি ২০ লক্ষ রূপি
৪। কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)- দিল্লী ক্যাপিটালস- ৬ কোটি ৪০ লক্ষ রূপি
৫। কার্লোস ব্র্যাথওয়েট (উইন্ডিজ)- কলকাতা নাইট রাইডার্স- ৫ কোটি রূপি
৬। অক্ষর প্যাটেল (ভারত)- দিল্লী ক্যাপিটালস- ৫ কোটি রূপি
৭। মোহিত শর্মা (ভারত)- চেন্নাই সুপার কিংস- ৫ কোটি রূপি
৮। শিভাম ডুবে (ভারত)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৫ কোটি রূপি
৯। মোহাম্মদ সামি (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লক্ষ রূপি
১০। প্রভসিমরান সিং (ভারত)- কিংস ইলিভেন পাঞ্জাব- ৪ কোটি ৮০ লক্ষ রূপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.