Sylhet Today 24 PRINT

সাকিব-মাহমুদউল্লাহর র‍্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৮

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ম্যাচ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এর আগে টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সুখবর পেয়েছেন দুই বাংলাদেশি খেলোয়াড়। টি-টোয়েন্টি দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উঠে এসেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের বিশ্বের সেরা পাঁচে।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ চলাকালীনই মিস্টার ডিপেনডেবল খ্যাত মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে আইপিএলের প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছিল। তবে কোনো দলই এদের কাউকে নিতে রাজি হয়নি। সেই জবাবই যেন ব্যাটে-বলে ক্যারিবীয়দের বিপক্ষে দিলেন মাহমুদউল্লাহ। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৬৬ রান, পেয়েছেন পাঁচ উইকেট। ফলে ব্যাটসম্যানদের তালিকায় ৩১ এবং বোলারদের তালিকায় ৫১ নম্বরে উঠে এসেছেন তিনি। আর এতেই অলরাউন্ডারের তালিকায় ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। পঞ্চম স্থানে থাকা অলরাউন্ডার জেপি ডুমিনির চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি।

অবশ্য বেশ কিছুদিন ইনজুরির কারণে বাইরে থাকায় র‍্যাঙ্কিংয়ে পতন হয়েছিল সাকিবের। তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে নিজেকে চিনিয়েছেন সাকিব। তাই এক ধাপ এগিয়ে অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন তিনি। সদ্য সমাপ্ত সিরিজে বল হাতে আট উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন মূল্যবান ১০৩ রান। ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের চেয়ে ২৪ পয়েন্ট পিছিয়ে আছেন তিনি।

অবশ্য ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান লিটন দাসের। ১০৯ রান করে ২৬ ধাপ এগিয়ে ৪৭তম অবস্থানে উঠে এসেছেন এই ব্যাটসম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.